কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির সহায়তায় বিনামূল্যে ১২০ জন শিশুহৃদরোগীর সফল ইন্টারভেনশনাল চিকিৎসা।

গত ১১ এপ্রিল ২০২৫ হতে ১৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিভাগে কাতার চ্যারিটির সহায়তায় congenital বা জন্মগত হৃদরোগে আক্রান্ত ১২০ জন শিশুর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভেনশনাল চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতিদিন গড়ে ১৫-১৬ জন শিশুর হৃৎপিণ্ডে সফলভাবে ডিভাইস প্রতিস্থাপন বা হৃৎপিণ্ডের নির্দিষ্ট ত্রুটি সংশোধন করা হয়েছে।
এই এক সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় সর্বশেষ ১০০ জন শিশুর মধ্যে সফলভাবে ইন্টারভেনশনাল চিকিৎসা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে:
৪০ জন রোগীর PDA (Patent Ductus Arteriosus) ডিভাইস ক্লোজার
৩৪ জন রোগীর ASD (Atrial Septal Defect) ডিভাইস ক্লোজার
১৬ জন রোগীর VSD (Ventricular Septal Defect) ডিভাইস ক্লোজার
৬ জন রোগীর বেলুন এনজিওপ্লাস্টি
৪ জন রোগীর বেলুন কুয়াকটুপ্লাস্টি করা হয়
সম্পন্ন করা হয়েছে এছাড়া ২১ জন রোগীকে সার্জারির জন্য রেফার করা হয়েছে, যার মধ্যে ৫টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি রোগীদের অপারেশন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
এই মহৎ উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা: নুরুন্নাহার ফাতেমা বেগম এবং তার চিকিৎসক দল। কাতার চ্যারিটি এই কর্মসূচির চিকিৎসা ব্যয়, হাসপাতালের চার্জ ও ডিভাইসের খরচ পূর্ণরূপে বহন করেছে।
ইনফ্রাস্ট্রাকচার ও লজিস্টিক সহায়তায় পাশে ছিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এবং এই আয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিশু হৃদরোগ নিয়ে কাজ করা জাতীয় সংগঠন “কিডস হার্ট ফাউন্ডেশন”।
এই সফল কর্মসূচি শিশুদের একটি সুস্থ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে, যা মানবিক সহানুভূতি, আন্তর্জাতিক সহযোগিতা ও চিকিৎসা উৎকর্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button