Trending

শিশু হৃদ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান বিষয়ক ওয়ার্কশপ

আগামী 29 শে মে 2025 থেকে 04ই জুন 2025

আগামী 29 শে মে 2025 থেকে 04ই জুন 2025 পর্যন্ত শিশু হৃদরোগীদের চিকিৎসা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলীতে। যুক্তরাষ্ট্রভিত্তিক মুনতাদা এইডের সহযোগিতায় এই চ্যারিটি কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এই ওয়ার্কশপে সার্বিক সহায়তা প্রদান করবে। কনজেনিটাল হার্টডেস্ক ফাউন্ডেশন রোগেীর তালিকা প্রণয়ন এবং চিকিৎসা প্রদানে সহায়তা করবে।

Show More

One Comment

  1. আসসালামু আলাইকুম, আমি মোঃ সাইফুল ইসলাম, আমার খালাতো ভাই মোঃ রাজীব এর ছোট ছেলে, নামঃ রাফসান (১.৫বছর) এর Congenital Heart Deffect আছে। রাজীব এর পরিবার আর্থিক ভাবে সচ্ছল না হওয়ায় তার ছেলের চিকিৎসা করানো অসম্ভব। তবে বাচ্চাটির ভবিষ্যৎ এর কথা ভেবে যদি কেউ এগিয়ে আসেন, তবে চির কৃতজ্ঞ থাকবো ইন’শাহ আল্লাহ। বিশেষ করে শিশু হৃদরোগ ফাইন্ডেশন বাংলাদেশ এর দৃষ্টি আকর্ষণ করছি।
    Contact: +8801676657636

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button