awareness

শিশু হৃদরোগ সম্পর্কে সাধারন তথ্য

শিশুর হৃদরোগ সম্পর্কে জানুন

শিশুর হৃদরোগের লক্ষণ সমুহ :

১। ঘন ঘন নি:শ্বাস নেওয়া ।

২। শ্বাস কষ্ট হওয়া ।

৩। দুধ টানতে কষ্ট হওয়া ।

৪। শিশুর ওজন না বাড়া ।

৫। নীল হয়ে যাওয়া ও অল্পতেই  ক্লান্ত হওয়া ।

৬। হাত পায়ের নখ ফুলে যাওয়া ।

 

রোগ নির্ণয় :

নিম্নলিখিত তিনটি সহজ পরীক্ষা দ্বারা এই রোগগুলির নির্ণয় করা হয়।

  1. ECG
  2. Chest X – Ray
  3. Colour Doppler Echo

 

চিকিৎসা:

১। ঔষধের মাধ্যমে কিছু হৃদরোগ ভাল করা যায়।

২। বিনা অপারেশনে কিছু হৃদরোগ সারানো যায়। যেমন, ASD, VSD, PDA, AS, PS, COA এগুলো

৩। কিছু হৃদরোগের অপারেশন করানো প্রয়োজন হয়:    নবজাতক এবং জটিল হৃদরোগীর।

 

বিনা অপারেশনে জন্মগত হৃদরোগের সর্বাধুনিক চিকিৎসা সমূহ :

১। হার্টের  ছিদ্র (ASD, VSD, PDA) সমুহ বোতাম /উবারপব এর মাধ্যমে বন্ধ করা যায়।

২। চিকন রক্তনালী  Balloon এর সাহায্যে বড় করা যায় এবং Stent লাগানো  যায় ।

৩। চিকন ভাল্ব  Balloon এর সাহায্যে  বড় করা যায় ।

৪। হার্টে জীবন রক্ষা ছিদ্র তৈরী করা যায় ।

৫। হার্টে ভাল্ভ প্রতিস্থাপন।

৬। নবজাতকদের জীবনরক্ষাকরী Intervention

 

কোন শিশুর Colour doppler Echo করা দরকার

১। হার্টে  Stethoscope দ্বারা Murmur পাওয়া গেলে ।

২। High Risk শিশু যেমন :

ক) সকল Down Syndrome এর বাচ্চা ।

খ) সকল Diabetic Mother এর বাচ্চা ।

গ) অন্য কোন জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো শিশু ।

ঘ) মায়ের  SLE রোগ বা হরমোন জাতীয় ঔষধ খাওয়ার ইতিহাস থাকলে ।

ঙ) কম ওজন নিয়ে জন্মানো শিশু ।

চ) শিশুটির অন্য ভাই বোনের হৃদরোগ থাকলে ।

৩। শিশু নীল হয়ে গেলে

৪। শিশুর ওজন না বাড়ার অন্য কোন কারন না পাওয়া গেলে।

 

জরুরী অবস্থায় করণীয়:

শিশু হঠাৎ নীল হয়ে অজ্ঞান হলে বা খুব শ্বাস কষ্ট হলে বা বুক ধড়ফড় করলে সঙ্গে সঙ্গে সিএমএইচ এর জরুরী বিভাগ, পার্শ্ববর্তী হার্টের হাসপাতালে এর জরুরী বিভাগ অথবা যে কোন হাসপাতালের জরুরী  বিভাগে রিপোর্ট করুন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button