Trending
শিশু হৃদ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান বিষয়ক ওয়ার্কশপ
আগামী 29 শে মে 2022 থেকে 04ই জুন 2022
আগামী 29 শে মে 2022 থেকে 04ই জুন 2022 পর্যন্ত শিশু হৃদরোগীদের চিকিৎসা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলীতে। যুক্তরাষ্ট্রভিত্তিক মুনতাদা এইডের সহযোগিতায় এই চ্যারিটি কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এই ওয়ার্কশপে সার্বিক সহায়তা প্রদান করবে। কনজেনিটাল হার্টডেস্ক ফাউন্ডেশন রোগেীর তালিকা প্রণয়ন এবং চিকিৎসা প্রদানে সহায়তা করবে।